ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড

জমির মালিকানা দাবি করে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দির ও ঘর ভাঙচুর

পিরোজপুর জেলা প্রতিনিধি :পিরোজপুরের নাজিরপুরে জমির মালিকানা দাবি করে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দির ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুজ্জামান শিকদার মনিসহ ৮ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নং শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী-বলিবাবলা রাস্তার পুর্ব পাশে ওই গ্রামের স্কুল শিক্ষক ঠাকুর চাঁদের ভোগ দখলীয় জমি নিয়ে পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনির সঙ্গে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে ওই আওয়ামীলীগ নেতার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উদয়তারা গ্রামের আজিজুল শেখ ও পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক গ্রামের জালিস শেখসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই জমিতে থাকা একটি মন্দির ও ঘর ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ওই জমির পশ্চিম পাশের খালের ওপর পাশে থাকা অন্য একটি সার্বজনিন মন্দিরও ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, ওই জমির মালিক রতন হালদারের কাছ থেকে স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ ক্রয় করেন। সম্প্রতি আওয়ামীলীগ নেতা মনি শিকদারও সেই জমি ক্রয় করেছেন বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। ওই দিন তা দখল করতে সেখানে থাকা ঘর ও পাশের মন্দির ভাঙচুর করে প্রতিপক্ষ।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. শরিফুজ্জামান মনি ওই জমিটি ক্রয় সূত্রে তার দাবী করে বলেন, সেখানে থাকা ঘর ভাঙচুর করা হয়েছে, তবে মন্দির ভাঙচুরের অভিযোগ মিথ্যা।

নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, জমির দখল নিয়ে বিরোধের জেরে মন্দির ভাঙচুরের অভিযোগে মমালা দায়ের হয়েছে।

উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা শরিফুজ্জামান মনি শিকদারের বিরুদ্ধে গত আওয়ামীলীগ সরকারের সময়ে সহ বিভিন্ন সময় নারী ধর্ষণ, হত্যা, লুন্ঠনসহ অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুনঃ