
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে রামু চৌমুহনী স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার ফরিদুল আলম সওদাগরের ছেলে মোঃ আব্দুল আজিজ (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুছড়ি এলাকার মৃত অলি আহমদের ছেলে নুরুল আমিন(২৫)।
অভিযানে নেতৃত্বদানকারী ডিএনসির উপপরিচালক দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। এ সময় কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়া গ্রামের মোঃ শহিদুল্লাহ প্রকাশ বাবুল সহ দুই জন পালিয়ে যায়।এদিকে আটক দু’যুবকের দাবী, এ সব মিথ্যা। তাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।