ঢাকা, মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
নড়াইলে ঈদগাহ ময়দানে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ
কারাবন্দীদের ঈদ:নামাজ- খেলাধুলা-ভুরিভোজে কারাবন্দীদের উৎসাহ উদ্দীপনার ঈদ
লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত
মান্দায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসিল্যান্ডের ড্রাইভারসহ গ্রেপ্তার-৪
কারাগারে কেমন কাটছে ভিআইপিদের ঈদ? কী খেলেন তারা?
নওগাঁয় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
রাজারবাগ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা,পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়
রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা
কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব
সবার প্রতি ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস
আমতলীর বিএনপি নেতা মকবুল হোসেন খানের উপজেলার সর্বস্তরের জনসাধারনকে ঈদের শুভেচ্ছা
আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার উপজেলার সর্বস্তরের জনসাধারনকে ঈদের শুভেচ্ছা
কলাপাড়া অদম্য-৯৭ ব্যাচের আলোচনাসভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মুফতী মুহাম্মদ ছাইফুর রহমান ছাইদী’র ঈদ শুভেচ্ছা বার্তা

লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাবের স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য রক্ত দিলেও এখনো স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তৃতা কালে এই মন্তব্য করেছেন মহামান্য রাস্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী।

সিনিয়র সাংবাদিক ও ক্লাব সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মাদ হযরত আলী খান। এসময় তিনি বলেন,৭১ আমাদের অস্রু নিয়েছে,রক্ত নিয়েছে একত্রে দাঁড়াবার ভিত্তি দিয়েছে কিন্তু স্বপ্ন দেখার সাহস যুগিয়েছে।

১৩ মার্চ পূর্ব লন্ডনের অভিজাত রেস্তোরাঁ লাবিস বাইটসে এই অনুষ্ঠানে সাবেক মন্ত্রী,কুটনৈতিক,লন্ডনের বিভিন্ন বারার মেয়র,স্পীকার,কাউন্সিলর,রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সিনিয়র সাংবাদিক ও ক্লাব মেম্বার তৌহিদুল করীম মুজাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান,একই কাউন্সিলের হুইপ ইনাম আহমেদ,বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকিত,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব ড.মুজিবুর রহমান,ক্লাবের যুগ্ম আহবায়ক মাহবুবা জেবিন, নিউহ্যাম বারার কাউন্সিলর সাবিহা কামালী, একাউন্টেন্ট মাহবুবুর রহমান খান,ক্লাব সদস্য আব্দুল কাদের জিলানী,মনির হোসেন
প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য মোঃ মনির হোসেন।

বার্কিং কাউন্সিলের মেয়র মঈন কাদরী,লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মৌমিতা জিনাত,পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মহসিন রেজা,সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান বদরু,ব‍্যারিস্টার নাজির আহমেদ,লেখক ও কলামিস্ট শায়েক এম রহমান,রাকেশ রহমান,মশিউর রহমান চৌধুরী,যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, ব‍্যারিস্টার মুফতি নাফিজ,সিনিয়র সাংবাদিক হাসিনা আক্তার,কাউন্সিলর মুজিবর রহমান,খেলাফত মজলিশ নেতা ওবায়েদ করীম,ব‍্যারিস্টার জাহিদ হাসান আকন্দ, লেবার পার্টির নেতা এডভোকেট হালিম হাওলাদার, ব‍্যারিস্টার মাহমুদুল হাসান সিফাত,ব‍্যারিস্টার শাহরিয়ার খান সাগর,ক্লাবের সদস্য সচিব মো.জুনায়েত রিয়াজ, যুগ্ম আহবায়ক কামরুল আই রাসেল,সদস্য মাহবুব তোহা,আহমেদ সাদিক,আতাউর রহমান,রাজিব সাহা, এসএইচ সোহাগ,শামা মেহজাবীন রিনটি,সোহেল আহমেদ অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ