প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ণ
উলিপুরে প্রাথমিক বিদ্যাঃ ৫ম শ্রেণী সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমি বিদ্যালয়ে চলছে ৫ম শ্রেণী সমাপনী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (২৯ নভেম্বর) উপজেলার তবকপুর ইউনিয়নের "তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়"-এ ৫ম শ্রেণীর সমাপনী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শারমিন সুলতানা, সাংবাদিক নূরুজ্জামান সরকার, আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছমা বেগম, সহ: শিক্ষক মোঃ এনামুল হক মানিক প্রমূখ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
একই দিনে উপজেলার কাজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সহ বিভিন্ন বিদ্যালয়ে অনরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.