ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২
কলমাকান্দায় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
আমতলীতে শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর আয়োজনে ঈদ পুর্নমিলনী সভা
নলতায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মার্চে ২৯৮ ভুল তথ্য প্রচার, বাদ যাননি ড.ইউনূস-সেনাপ্রধান
সেবার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া অনুষ্ঠান
সাপাহারে ভ্রাম্যমান আদালতের ১৬ টি মামলা-জরিমানা আদায়
বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
মাধবপুরে স্ত্রী হত্যার আসামি ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার
বিএনপির আইন সম্পাদকের বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
রেমিট্যান্স যোদ্ধাদের অ্যাওয়ার্ড দিলেন গাইয়ারচর ইসলামিক ইয়ং লিডার্স প্লাটফর্ম

রাজাপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন রাজাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস (দারোগা)। তিনি বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শ্রমিকদের পরিশ্রমেই দেশের উন্নয়নের চাকা ঘুরে। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তাদের অধিকার প্রতিষ্ঠা করা গেলে দেশ সামগ্রিকভাবে এগিয়ে যাবে। ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” শ্রমিকদের যথাযথ পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা প্রদান করা গেলে তারা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারবে, যা দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন শ্রমিকদের ওপর নির্ভরশীল। তাদের যথাযথ সম্মান ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। ইসলামী শ্রমিক আন্দোলন সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমজীবী আন্দোলনের কোনো বিকল্প নেই। এ সংগঠন শ্রমিকদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে এবং আগামীতেও শ্রমিকবান্ধব সমাজ গঠনে ভূমিকা রাখবে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে ন্যায়সংগত দাবিগুলো বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ইসলামী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক বিন আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন রাজাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আল আমিন রুম্মান গাজী, উপজেলা সহ-সভাপতি মোঃ আল আমিন দোহারি, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ বাইজিদ হক ফরাজী, উপজেলা জয়েন্ট সেক্রেটারি সবুজ শিকদার, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও স্থানীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণমূলক কাজের প্রতি গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুনঃ