
হবিগঞ্জের মাধবপুর ৩২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন থানা পুলিশ ।
শুক্রবার (১৪ মার্চ) রাত দুইটার দিকে গোপন সংবাদে খবর পেয়ে এএসআই মামুন এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউপি’র নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল মতিনকে (৪০) গ্রেফতার করেন । সে উপজেলার নারায়ণপুর গ্রামের জমির আলীর ছেলে ।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান,
গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে ।