বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রয়াত ইসমাইল হোসেন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ রমজান কনোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সাবেক এম.পি অধ্যাপক আব্দুল গফুর।
সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপি সভাপতি আ. ন. ম শামসুর রহমান মিন্টু, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা বাদশা, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, বিএনপি নেতা আব্দুল জলিল, মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।
ইফতার পূর্ব বিশেষ মোনাজাত করা হয়।