
শুক্রবার ( ১৪ মার্চ) ৩.৩০ ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানাধীন নাটোর-বগুড়া মহাসড়কের জলারবাতা নামক স্থানে রাত্রীকালীন পেট্রোল পার্টি ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং একটি মাইক্রোবাসসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ।
আটককৃতরা হলো, গাড়ির চালক মো. জাহিদ (২০) ও নুর আলম(২০)।
হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর জেলার সিংড়া থানাধীন জলারবাতা নামকস্থানে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ চেকপোষ্ট ডিউটি করাকালীন সময়ে নাটোরগামী একটি সাদা রংয়ের মাইক্রোবাস যার রেজি নং- ঢাকা মেট্রো চ- ৫৪-০৯১৭ এর গতিবিধি সন্দেহজনক হলে থামানোর জন্য সংকেত দেয় পরবর্তীতে উক্ত গাড়িতে থাকা ব্যক্তিদ্বয় এর দেহ ও গাড়ি তল্লাশি করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে