মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নির্জন সিকদার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নির্জন সিকদার উপজেলার উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহরাইনপ্রবাসী মিঠুন মিস্ত্রীর সাত বছরের মেয়ে গত ৪ মার্চ দুপুরে বাড়ির পাশে টমেটো আনতে গেলে প্রতিবেশী নির্জন সিকদার তাকে ফুঁসলিয়ে একটি কলাবাগানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।এরপর ৯ মার্চ বিকেলে নির্জন শিশুটির বাড়িতে গেলে শিশুটি তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি তার মা দোলা মণ্ডলের নজরে আসলে তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন। তখন শিশুটি কান্নাজড়িত কণ্ঠে সেই দিনের ঘটনা খুলে বলে।ঘটনার পর শিশুটির দাদা নিহার রঞ্জন মিস্ত্রী বাদী হয়ে নির্জন সিকদারের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নির্জন সিকদারকে গ্রেফতার করে।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, "শিশুটির পরিবারের অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে গ্রেফতার করি এবং আদালতে সোপর্দ করি।"
এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও সমাজের সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের প্রতি অধিক নজর রাখার এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।