
ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজ বাড়ি (ভূরুঙ্গামারী সরকারি পাইলট স্কুল সংলগ্ন এলাকা) থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এবং তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।
এছাড়া, তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় বহিষ্কৃত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পিতা।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলায় ৫২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-২২০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত নুরুন্নবী চৌধুরী খোকনকে শুক্রবার (১৪ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি আল হেলাল মাহমুদ।