
রাজশাহীর মোহনপুরে শতফুল বাংলাদেশ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতি ১২ রমজান শতফুল বাংলাদেশ প্রধান কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান ইসলাম আলী সরদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার স্বাস্থ্য বিভাগের প্রধান সুরাতন নেসা, কো-অর্ডিনেটর হুমায়ুন কবির মুক্তা, শতফুল বাংলাদেশ এর সাবেক কর্মকর্তা জাকির হোসেন বকুল, সাবেক প্রধান শিক্ষক খোন্দকার শামসুল ইসলাম, নাজিম উদ্দিন, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, সিনিয়র সহকারী পরিচালক প্রশাসন ও মানবসম্পদ মাজহারুল ইসলাম, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সহ অন্যরা।
সংস্থার কর্মচারী-কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পাঁচ শতাধিক রোজাদার এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন ।
ইফতার মাহফিল পূর্ব সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ আজাদ।