
আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)থেকে: নওগাঁর আত্রাইয়ে গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার। গত বুধবার দুপুরে তিনি রাজশাহী অফিস থেকে সড়ক পথে গান্ধী আশ্রমে আসেন।
গান্ধী আশ্রম পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন। মহাত্নাগান্ধী ও বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত উপজেলার ভরতেঁতুলিয়ায় অবস্থিত ঐতিহাসিক এ প্রতিষ্ঠানে তাদের বসতঘরের স্মৃতি চিহ্ন অবলোকন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. নিরঞ্জন কুমার দাস আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।