ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার

নান্দাইলে ‘কসম’ সংগ্রহে হুড়োহুড়ি :জ্বালানীর জন্য কালোমাটি তুলতে এলাকাবাসীর হিড়িক

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে নরসুন্দা নদী খননের পর ‘কসম’ সংগ্রহে হুড়োহুড়ি করছে এলাকাবাসী। স্থানীয়দের নামানুসারে কালোমাটির নাম হচ্ছে কসম। যে মাটি রৌদ্রে শুকিয়ে তা রান্নাবান্নায় বিকল্প জ্বালানী হিসাবে ব্যবহারা করা হচ্ছে। কালোমাটি সংগ্রহে নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সরজমিন গিয়ে দেখাগেছে,রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের নিকট শুভখিলা রেলসেতু ও চংভাদেরা এলাকায় নরসুন্দা নদী খনন যন্ত্রের আশেপাশে দুই পাড়ের বিভিন্ন বয়সের লোক কোদাল, শাবল নিয়ে যে যেভাবে পারছে কসম(কালো মাটি) সংগ্রহ করছে। কেউ বস্তা, বড় গামলা, কেউ খাদি ভরে ভরে মাটি পাড়ে নিয়ে জমা করছে। কেউ কেউ আবার নদীর মাটির নিচে পাওয়া অর্ধপচা গাছের গুড়ি কেটে কেটে লাকড়ি সংগ্রহের কাজে ব্যস্ততায় কাটাচ্ছে। জানাগেছে,‘কসম, এক ধরনের কালো মাটি যা প্রাচীন কোন জলাশয়, নদীর কিনারায় বা তলদেশে পাওয়া যায়। সাধারণ মাটি থেকে এ মাটি একটু কালো এবং ওজনে হালকা হয়। রোদে শুকিয়ে সে মাটি দিয়ে সারা বছর রান্না বান্নার কাজ করা যায়।
ফলে বিনা পয়সার এ জ্বালানীর কদর এখন সবার বাড়িতে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহের অধীনে নান্দাইলের নরসুন্ধা নদীটির ২৩ কিমিঃ খননের কাজ শুরু হয়েছে। বিশ দিন যাবত ১৩ টি খনন যন্ত্র (ভেকু) উক্ত নদীর খনন কাজ শুরু করেছে। খনন করতে গিয়ে নদীর কাদামাটির নিচে বা পাশে এক ধরনের হালকা কালো মাটি পাওয়া যাচ্ছে। সে মাটি সংগ্রহের
জন্য চলছে নদীর পাড়ের লোকজনের হুড়োহুড়ি। স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক, শামছুল হক ও হাবিবুর জানান, বাপ দাদার কাছে শুনেছেন বড় বড় গাছ পালা নদীর মাটির নিচে চাপা পড়ে এ ধরনের কালো মাটিতে পরিণত হয়েছে। এ মাটি সংগ্রহের পর তা টুকরা টুকরা করে ১৫ থেকে ২০ দিন রোদে শুকাতে হয়। এরপর সারা বছর রান্নার জ্বালানী হিসাবে মজুদ রাখা হয়। রাজগাতী ইউপি চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন জানান, মাটি সংগ্রহে নদীর পাড়ের অসচ্ছল পরিবারগুলোর মধ্যে যেন প্রতিযোগিতা তা উৎসবের সৃষ্টি হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, এধরনের মাটি পাওয়া গেলে সেটি খুবই ভালো একটি খবর। আমরা যত বেশি জীবাশ্ব জ্বালানী ব্যবহার করতে পারব, ততই আমাদের বনাঞ্চল সংরক্ষিত থাকবে।
বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ