
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউপির মহাশ্রাদ্ধী গ্রামে অবস্থিত হানিফ উল্লাহ্ অটো ব্রিকস্ কোং লিঃHBC’র খোলায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২৯ নভেম্বর বুধবার আসর বাদ উক্ত অটো ব্রিকসে্কো এ দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এ ইট ভাটার সত্ত্বাধিকারী হানিফ উল্লাহ,তাঁর পিতা মোঃ ইউনুচ উল্লাহ,সমাজ সেবক সুলতান আহমেদ খান ও মৌলভী ঈসমাইল হোসেন সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মচারী গন এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নুর উদ্দীন আফসারী।
পরে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য এ ইটভাটায় (ফায়ারিং) আগুন দিয়ে উদ্বোধন করা হয়।