নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বাগমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে এগারো’টায় উপজেলা সদর ভবানীগঞ্জের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে, গোডাউন মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব ও সমাবেশের সভাপতি শামসুজ্জোহা সরকার বাদশা বলেন, উপজেলা বিএনপির আহবায়ক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কারা নির্যাতিত, বলিষ্ঠ নেতৃত্ব ডিএম জিয়াউর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তিনি অনেক এগিয়ে। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে তাঁর নামে ১২ টি মামলা দেয়া হয়। ৫ আগস্টের পূর্বে একাধিকবার গেপ্তার হন। তাঁকে বিতর্কিত করতে কতিপয় নিজ দলে ঘাপটি মেরে লুকিয়ে থাকা স্বার্থান্বেষী মহল নানা অপপ্রচারে লিপ্ত। তাঁর রাজনৈতিক প্রোফাইল স্থানীয় সম্ভাব্য এম.পি পদপ্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে।
যার কারণে ভূয়া আইডি থেকে জিয়ার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তৃতা করেন, তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, তাঁতী দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, ওলামা দলের উপজেলা সভাপতি মুখলেছুর রহমান মুকুল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, আউচপাড়া ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।