
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রমজান মাস উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে মাধবপুর পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম ।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ৩ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এছাড়াও মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এর পর বাজারের ভিতরে জনসাধারণের চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। এ সময় সেনাবাহিনীর একটি টিম ও মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম জানান , জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।