
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা হতে ১৬৬৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম -মো.শফিকুল ইসলাম (৩৫)।
বুধবার (১২ মার্চ ) বিকাল পোনে ৫ টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিল এর সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ শফিকুলকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়,রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ বুধবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি শফিকুলকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে এক হাজার ৬৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে