ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান

দশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা :-আসামি কারাগারে

ঝালকাঠির নলছিটিতে মাত্র দশ টাকার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন খান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করা হয়। পরদিন বুধবার (১২ মার্চ) ঝালকাঠির আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম। জাকির হোসেন খান নলছিটি উপজেলার নাচনমহল এলাকার হাশেম আলী খানের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, জাকির হোসেন খান দশ টাকার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিজের অটো গ্যারেজে নিয়ে যায়। ঘটনাটি দেখে শিশুটির আট বছর বয়সী বড় বোন দ্রুত তাদের মাকে খবর দেয়। মা ছুটে এসে দেখেন, শিশুর প্যান্ট খোলা অবস্থায় রয়েছে, আর অভিযুক্ত পালিয়ে গেছে। সন্দেহ হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, “আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। শিশুটির পরিবারকে সকল ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে।”

শিশুদের প্রতি এমন ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কঠোর পদক্ষেপই পারে এ ধরনের অপরাধ কমিয়ে আনতে।

শেয়ার করুনঃ