ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু শ্রীপুরে উদ্ধার,গ্রেফতার ৪

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া দুই মাস বয়সী শিশু সায়ান আহমেদকে গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেন র‌্যাব-১ গাজীপুর ও র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের মো. শামসুদ্দিনের মেয়ে সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) এবং লিটন মিয়ার স্ত্রী মোসা. লাভলী বেগম (৩২)।

শিশু সায়ান ঠাকুরগাঁও জেলার মোজা বনি গ্রামের মোসাম্মৎ হাসি আক্তার ও শিমুল ইসলাম দম্পতির সন্তান। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ মার্চ দুপুর ২টার দিকে দুই মাস ১৭ দিন বয়সী শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিশুটির মা ওয়ার্ডের ভেতর অপরিচিত এক নারীর কাছে সন্তানকে রেখে ওয়াশরুমে যান। ফিরে এসে দেখেন সেই নারী ও শিশুটি নেই।

এই ঘটনায় শিশুটির বাবা শিমুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় অপহরণ মামলা করেন। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ যৌথভাবে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, অভিযুক্তরা গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিশু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ