
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার ১১ রমজান উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের সমাসপুর হাফেজিয়া মাদ্রাসা ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীয়মান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । উদীয়মান স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক মিঠু সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত এম.পি পদপ্রার্থী ডা: আব্দুল বারী।
সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুন বিএসসি, সেক্রেটারি অহিদুল ইসলাম, বেলঘরিয়া হাট ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইসমাইল আলম আল হাছানী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমির ও গাঙ্গোপাড়া বি এম কারিগরি কলেজের ইংরেজি প্রভাষক বাবুল হোসেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক শরিফ উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ, জনকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, নাজমুল হোসাইন, এস আর সাব্বির রহমান প্রমুখ। ইফতার পূর্ব দেশ জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।