ঢাকা, রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক
বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক
নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রাক-বাজেট ২০২৫-২৬: স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে টেকসই ও ন্যায্য বরাদ্দের দাবি
সাম্য হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে বিশেষ ট্রাইবুনালে বিচার নিশ্চিতের আশ্বাস ডিএমপি কমিশনারের
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেফতার
অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন
আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন সমস্যা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারী

কুষ্টিয়ায় আবারো সাংবাদিকের উপর হামলা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আবারো সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে, এভাবেই কুষ্টিয়ায় প্রতিনিয়ত সাংবাদিকদের উপর হামলা হচ্ছেই। এবার হামলার শিকার হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক। ১১ মার্চ দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হন তিনি। এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একাধিক সাংবাদিক নেতৃবৃন্দ ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।ঘটনা সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফদের সাথে বাইরের বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক মারমুখী আচরণ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের জরুরী বিভাগের সামনে হট্টগোল দেখতে পান সাংবাদিক নাজমুল হক।এসময় উপস্থিত জনসাধারণের মাধ্যমে মারমুখী ভুমিকায় থাকা যুবকদের চিহ্নিত করার পর তাদের থেকে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। সেসময় অভিযুক্ত যুবকরা সহ আরো বেশ কয়েকজন যুবক তার উপর চড়াও হন এবং একপর্যায়ে নাজমুলকে তারা বেধড়ক মারপিট করতে থাকেন। হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও রোগীর স্বজনরা এগিয়ে গিয়ে হামলাকারীদের হাত থেকে নাজমুলকে ছিনিয়ে নেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সাংবাদিকদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক নাজমুলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হক জানিয়েছেন, বিষয়টি একেবারেই অনাকাঙ্খিত। সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে যাওয়ার পর ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করলে উল্টো আমার উপর হামলা করা হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও হামলাকারীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ