
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
বুধবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিষয়টি ( ২৯ নভেম্বর ) নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা এমন তথ্য দেয় পুলিশের কন্ট্রোল রুম। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা ফায়ার স্টেশনে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এই ঘটনায় হতাহতের বিষয় নিশ্চিত হওয়া যায় নি।