
রাজশাহীর তানোর উপজেলার ৫৮টি পুজা মন্ডপের প্রতিটি মন্ডপে সরকারী অনুদান ৫শ’ কেজি করে চাল ও ব্যক্তিগত ভাবে ১০ হাজার করে টাকা ও ৭ টি করে শাড়ী উপহার দিয়েছেন রাজশাহী -১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
মঙ্গলবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুদান প্রদান উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।
তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার। তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান প্রমুখ।
এসময় তানোর উপজেলা ৫৮টি পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ও আ’ লীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মি সমর্থকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।