
রাজধানীর পল্টন থানা এলাকা থেকে রিভলবারসহ এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. নুরুজ্জামান বিপ্লব (৪৪)। চাঁদাবাজি করতে গিয়ে জনতার ভয়ে পালানোর সময় গ্রেফতার হন তিনি।
বুধবার (১২ মার্চ) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে পল্টন মডেল থানার শান্তিনগরে নভেল হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, থানার এক টহল টিম নিরাপত্তা টহল চালানোর সময় শান্তিনগরে নভেল হাউজের সামনের সড়কে এক ব্যক্তিকে দৌড়ে আসতে দেখে আশপাশের লোকজনদের সহযোগিতায় তাকে আটক করা হয়। এরপর তার পিছু পিছু এসে মাহফুজ মীর নামের এক ব্যক্তি জানান যে, তার বাবা লেবু মীরকে চাঁদার টাকার জন্য এই ব্যক্তি গুরুতর আহত করে ভয় দেখিয়ে পালিয়ে এসেছেন। এই তথ্যের ভিত্তিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি ০.৩২ বোরের কালো রঙের রিভলভার উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার নুরুজ্জামান পল্টন থানা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি থানা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
গ্রেফতার নুরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিআই/এসকে