ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

নারী-শিশু ধর্ষণসহ সহিংসতার প্রতিবাদে উত্তাল নোয়াখালী

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ,মাববন্ধন ও সমাবেশের মধ্যদিয়ে উত্তাল হয়ে ওঠেছে নোয়াখালী।

বুধবার (১২ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশের আয়োজন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও। এরআগে চলতি সপ্তাহজুড়ে জেলা শহর মাইজদীসহ জেলার প্রত্যেক উপজেলা শহরে নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং বিচারের দাবি বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশ অব্যাহত রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-জনতা, সামাজিক-স্বেচ্ছাসেবী ও সংস্কৃতি সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এসএইচবিও’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশে নারী অধিকার জোট, ছাত্র সমন্বয়ক, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম লাইট অব হেল্প সেন্টার, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশন, মানবিক ব্লাড ফাউন্ডেশন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টিম অব ভলান্টিয়ার প্রথম আলো বন্ধুসভা, আলোর দিগন্ত মানবকল্যান সংগঠন, ফেরারি নেটওয়ার্ক, নোয়াখালী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি, এবি ব্লাড অর্গানাইজেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এসময় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র পরিচালক ফাহিদা সুলতানা, নারী অধিকার জোট নোয়াখালীর সাবেক সভাপতি লাইলা পারভীন, ছাত্র সমন্বয়ক ইয়াছিন আরাফাত, ফেরারি নেটওয়ার্কের সভাপতি আকলিমা খানম, ড্রিম লাইট অব হেল্প সেন্টারের পরিচালক আবুল বাশার সিয়াম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টি.আই সুজন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশনের সভাপতি ফখরুল ইসলাম নীরব, আলোর দিগন্ত মানবকল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল হাকিম, মানবিক ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির হোছাইন রাহাত প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, সারাদেশেই যেন ধর্ষকে ছেয়ে গেছে। নারী ও শিশুরা আজ ঘরে-বাহিরে কোথাও নিরাপদ নয়। তাই ধর্ষণ এবং নারী-শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশজুড়ে সহিংসতা বন্ধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুনঃ