
সারাদেশে নারী নিপীড়ন ও মাগুরায় শিশু ধর্ষণ ঘটনের প্রতিবাদে মঙ্গলবার তাড়াশে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১১ মার্চ) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা সভাপতি এইচ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ধর্ষকের ফাঁসি ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনে করে, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাঃ মাওঃ মুফতি মোঃ আল আমিন আল হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আল মামুন ও সাধারণ সম্পাদক হাঃ মোঃ আল ইমরান ও ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম আরেফী।
আরও উপস্থিত সংগঠনের উপজেলা সাবেক সহ-সভাপতি হাঃ মাওঃ জাকারিয়া হুসাইন,সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বারী, সাধারণ সম্পাদক হাঃ লোকমান হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওঃ নাজমুল হাসান আল জামালী, দপ্তর সম্পাদক হাঃ আবু রায়হান, প্রকাশনা সম্পাদক ক্বারী তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ শাহিন আলম, সদস্য রেজাউল করিম রুবেল,জোবায়ের আহমেদ তামিম, ডাঃ মোঃ শামিম রেজা প্রমুখ।