ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক
খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত ডিআইজি মো.রেজাউল হক পিপিএম
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ

ধর্ষণবিরোধী পদযাত্রা: পুলিশের ওপর আন্দোলনকারীরা প্রথমে চড়াও হয়, ডিসি-এসি আহত

ধর্ষণবিরোধী কথিত পদযাত্রায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলায় রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি),সহকারী পুলিশ কমিশনারসহ বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে ডিএমপি মিডিয়া শাখার এক বার্তায় বলা হয়েছে,বিনা উসকানিতে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল মারে। পুলিশের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হলে আন্দোলনরত বেশ কয়েকজন পুলিশকে মারতে উদ্ধত হয়। তা প্রতিহত করতে গেলে পুলিশকে ব্যাপক প্রহার করা হয়। এতে রমনার ডিসি মাসুদ আলম,এসি আব্দুল্লাহ আল মামুনসহ বেশকয়েকজন পুলিশ সদস্য আহত হন।

বার্তায় ডিএমপি জানায়,‘মঙ্গলবার বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে ধর্ষণবিরোধী পদযাত্রা নামে নারী-পুরুষসহ ৬০/৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা প্রদান করে। এসময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হবার চেষ্টা করে। নিকটবর্তী স্থানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা উল্টো পুলিশের উপর চড়াও হয়ে উদ্ধত ও মারমুখী আচরণ আরম্ভ করে। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।’

‘এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে লিপ্ত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এসময় তাদের হামলায় রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীদের আঘাতে রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো.মাসুদ আলম,দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরবর্তীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের মাধ্যমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ডিএমপির রমনা জোনের এসি আব্দুল্লাহ আল মামুন বলেন,আন্দোলনরতরা যখন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাই তখন হোটেলের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। এসময় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন তাদের দাবি নিয়ে পুলিশের ঊধ্বর্তনদের সঙ্গে কথা বলতে থাকেন। এসময় পেছন থেকে কয়েকজন ছেলে পুলিশকে লক্ষ্য করে ইট মারতে থাকে। যা বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে উঠেছে। এসময় কয়েকজন পুলিশ ইট নিক্ষেপের প্রতিবাদ করে। এই নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে কয়েকজন আন্দোলনকারী পুলিশকে লক্ষ্য করে হামলা করে। পুলিশ তাদের হামলা থেকে বাঁচতে লাঠিচার্জ করে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন,সন্ত্রাসী হামলায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে রাস্তায় শুয়ে পড়েন। পরে আমরা তাদের প্রতিহত করি। পুলিশ শুরু থেকেই তাদের প্রতি সহনশীল ছিল। কিন্তু এটাকে দুর্বলতা ভেবে তারা আমাদের ওপর উল্টো হামলা করতে থাকে। তাদের প্রতিহত করতেই পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে।’

তিনি আরও জানান,হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যারা পুলিশকে মারধর করেছে তাদের শনাক্তে কাজ করছে গোয়েন্দারা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ