1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই শহীদদের স্মরণে রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল মাধবপুরে বিজিবি ক্যাম্পের পাশ থেকে লাশ উদ্ধার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ পাচারকারী আটক মিয়ানমারে ১৫০ বস্তা সিমেন্ট পাচারকালে চট্টগ্রামের উপকূলে আটক ৫ ভাষানটেকে সেনাবাহিনীর অভিযানে ‘বাবলু গ্রুপের’ ২ সদস্য আটক, অস্ত্র উদ্ধার সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৬৪১ গোবিপ্রবি উপ-উপাচার্যের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ রাজস্থলী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার তানোরে ৪শ’ বছরের পুরোনো বট পাকুড়ের যুগলবন্দী গাছের গল্প শুনিয়ে বাচ্চাদের ঘুম পাড়ান মায়েরা

উত্তরায় কোটি টাকা ডাকাতিতে অংশ নেয় বহিস্কৃত পুলিশ ও সেনাসদস্য, টাকা রাখে ব্যাংকে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি),উত্তরা বিভাগ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসান (৩৫), গোলাম মোস্তফা ওরফে শাহিন (৫০), শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩), মো. ইমদাদুল শরীফ (২৮) ও মো. সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৪ লাখ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মূল পরিকল্পনাকারী গোলাম মোস্তফা বাংলাদেশ পুলিশের বহিস্কৃত কনস্টেবল আর শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল বাংলাদেশ সেনাবাহিনীর বহিস্কৃত সার্জেন্ট।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের ডিসি বলেন, গত ১৪ জুন সকাল সাড়ে ৮টার দিকে নগদের এক ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানটির চার কর্মচারীসহ উত্তরার ১২ নম্বর রোডের বাসা থেকে নগদের অফিসের উদ্দেশ্যে ১ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা নিয়ে রওনা হন। পথে ১২ ও ১৩ নম্বর রোডের সংযোগস্থলে একটি কালো হাইয়েস মাইক্রোবাসে করে আসা ‘র‌্যাব’ লেখা কটি পরিহিত, মুখে কালো কাপড় বাঁধা সশস্ত্র ৬-৭ জন তাদের গতিরোধ করে। তারা চারটি ব্যাগে থাকা সব টাকা ছিনিয়ে নেয় এবং তিন কর্মচারীকে জিম্মি করে মারধর শেষে তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে পালিয়ে যায়। উত্তরা পশ্চিম থানায় এ ঘটনায় মামলা দায়ের হয়।

যেভাবে গ্রেফতার ও উদ্ধার অভিযান
মুহিদুল ইসলাম জানান, ডিবি ও থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় প্রথমে মাইক্রোবাসের চালক মো. হাসানকে খিলগাঁও থেকে গ্রেফতার করে। পরে তার তথ্যে গাড়িটি জব্দ করা হয় ও মূলহোতা চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহিনকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে তার কাছ থেকে ১৩ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আরও তিন সদস্য— ইমদাদুল শরীফ (৮ লাখ ৪ হাজার টাকা সহ), সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জালাল উদ্দিন (৬৩ হাজার টাকা সহ) এবং সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। জালাল নিজের নামে ব্যাংকে জমা রাখা ১২ লাখ টাকা জব্দের আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, তাদের কাছ থেকে নকল র‌্যাব ও পুলিশের আইডি কার্ড, লাঠি, সিগন্যাল লাইট, সেনাবাহিনীর লোগোসহ মানিব্যাগ, বিভিন্ন ব্যাংকের চেকবই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময়ে র‌্যাব ও পুলিশের পরিচয়ে দেশজুড়ে ডাকাতির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

অভিযানের নেতৃত্বে উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূইয়া।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD