
ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টারঃ আত্রাইয়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রকাশ্যে ফাঁসি চেয়ে ছাত্র ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে আত্রাইয়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রকাশ্যে ফাঁসি চেয়ে ছাত্র ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ ছাত্র সমাজের আয়োজনে আজ মঙ্গলবার (১১ মার্চ) ২০২৫ সকাল ১১টায় উপজেলা মেইন গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি সাধারণ ছাত্র সমাজের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ছাত্র প্রতিনিধি মো.তারেক আহমেদ সম্রাট।তিনি বলেন,”নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ থেকে এই অপরাধ নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।”
এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে নারী নির্যাতনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মো.দেওয়ান মেহেদী, মো.সাহেদ সারওয়ার , মো.সোহাগ, ইশরাক জাহান জয় প্রমুখ। এই আয়োজনের মাধ্যমে নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।