ঢাকা, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাগমারায় চেয়ারম্যান হাবিবুর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্রে গমন
পটুয়াখালীতে ncp’র দোয়া- ইফতার মাহফিল
দেশকে অস্থিতিশীল করতে একটি গ্রুপ তৎপর রয়েছে : বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী
জুলাই বিপ্লবে আহতদেরকে পুনাকের আর্থিক সহায়তা
কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত শেখ সাইফুল বারী সফু
কৃষ্ণনগর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“হিজবুল আরাফাত” হাজী সংগঠন’র নবগঠিত কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নড়াইলে ১০ দফা দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ, মানববন্ধন
নান্দাইলে রাস্তার পাশে গভীর গর্ত করে মাটি নিয়ে যাচ্ছে সিন্ডিকেটরা
কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সনাকে’র মানববন্ধন
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কায়বা ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলন
বাগআঁচড়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কায়বা ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলন
রমজানে রাস্তা-ঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহবান
হোমনায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ইসলামী যুব আন্দোলনের তাড়াশ উপজেলা সম্মেলন

এম মাহবুবুর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার ৫ম যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার সকালে মাছ বাজারে আই,এ,বি মিলনায়তনে সংগঠনটির অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি এইচ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাঃ মাওঃ মুফতি মোঃ আল আমিন আল হোসাইনী।সম্মেলন উদ্বোধন করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সহ সভাপতি হাঃ মাওঃ জাকারিয়া হুসাইন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উপ সম্পাদক মুফতি মুহাম্মদ ইমরান হুসাইন।

“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দূর্নীতিবিরোধী অবস্থানের মধ্যদিয়ে যুব সমাজের আস্থার পাত্র হয়ে উঠেছে। দেশের যুবকরা এখন চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে রুখে দিচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে।

বক্তব্যে তিনি আরো বলেন, দেশে এখন লাখ লাখ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ লালন করে। চব্বিশের বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রথম সারিতে থেকে লড়াই করেছে। দেশে আর কোনো চাঁদাবাজ, গুন্ডাদের দৌরাত্ম মেনে নেয়া হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক হাঃ মাওঃ আল মামুন, সাধারণ সম্পাদক হাঃ মুহাম্মদ আল ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম আরেফী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোঃ হুসাইন আহমাদ সিরাজী, ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মাওঃ তৈয়্যুবুর রহমান ত্বহা, ইসলামী যুব আন্দোলনের তাড়াশ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদগণ।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি এইচ এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বারী ও হাঃ লোকমান হোসেন এর নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ