ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা
কচ্ছপিয়া বিএনপি কর্তৃক এমপি কাজলের পক্ষে এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

ইসলামী যুব আন্দোলনের তাড়াশ উপজেলা সম্মেলন

এম মাহবুবুর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার ৫ম যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার সকালে মাছ বাজারে আই,এ,বি মিলনায়তনে সংগঠনটির অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি এইচ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাঃ মাওঃ মুফতি মোঃ আল আমিন আল হোসাইনী।সম্মেলন উদ্বোধন করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সহ সভাপতি হাঃ মাওঃ জাকারিয়া হুসাইন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উপ সম্পাদক মুফতি মুহাম্মদ ইমরান হুসাইন।

“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দূর্নীতিবিরোধী অবস্থানের মধ্যদিয়ে যুব সমাজের আস্থার পাত্র হয়ে উঠেছে। দেশের যুবকরা এখন চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে রুখে দিচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে।

বক্তব্যে তিনি আরো বলেন, দেশে এখন লাখ লাখ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ লালন করে। চব্বিশের বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রথম সারিতে থেকে লড়াই করেছে। দেশে আর কোনো চাঁদাবাজ, গুন্ডাদের দৌরাত্ম মেনে নেয়া হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক হাঃ মাওঃ আল মামুন, সাধারণ সম্পাদক হাঃ মুহাম্মদ আল ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম আরেফী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোঃ হুসাইন আহমাদ সিরাজী, ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মাওঃ তৈয়্যুবুর রহমান ত্বহা, ইসলামী যুব আন্দোলনের তাড়াশ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদগণ।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি এইচ এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বারী ও হাঃ লোকমান হোসেন এর নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ