ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার

ইসলামী যুব আন্দোলনের তাড়াশ উপজেলা সম্মেলন

এম মাহবুবুর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার ৫ম যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার সকালে মাছ বাজারে আই,এ,বি মিলনায়তনে সংগঠনটির অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি এইচ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাঃ মাওঃ মুফতি মোঃ আল আমিন আল হোসাইনী।সম্মেলন উদ্বোধন করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সহ সভাপতি হাঃ মাওঃ জাকারিয়া হুসাইন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উপ সম্পাদক মুফতি মুহাম্মদ ইমরান হুসাইন।

“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দূর্নীতিবিরোধী অবস্থানের মধ্যদিয়ে যুব সমাজের আস্থার পাত্র হয়ে উঠেছে। দেশের যুবকরা এখন চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে রুখে দিচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে।

বক্তব্যে তিনি আরো বলেন, দেশে এখন লাখ লাখ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ লালন করে। চব্বিশের বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রথম সারিতে থেকে লড়াই করেছে। দেশে আর কোনো চাঁদাবাজ, গুন্ডাদের দৌরাত্ম মেনে নেয়া হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক হাঃ মাওঃ আল মামুন, সাধারণ সম্পাদক হাঃ মুহাম্মদ আল ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম আরেফী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোঃ হুসাইন আহমাদ সিরাজী, ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মাওঃ তৈয়্যুবুর রহমান ত্বহা, ইসলামী যুব আন্দোলনের তাড়াশ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদগণ।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি এইচ এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বারী ও হাঃ লোকমান হোসেন এর নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ