
কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় ডাকাতির গুজব খবরে শতাধিক মসজিদের মাইকে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে। এক মসজিদের খবর শুনে অন্য মসজিদে বলা হয়েছে গ্রামে ডাকাত ঢুকেছে আপনারা সতর্ক হোন। আর এতে করে ডাকাতদের পাকরাও করতে হাজার হাজার মানুষ বিভিন্নস্থানে জড়ো হয়ে ডাকাতি সহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে নিজেদের সক্রিয় অবস্থান জানান দিয়েছে। গত সোমবার দিবাগত রাতে এঘটনা ঘটে। তবে এব্যাপারে কালকিনি থানার অফিসার
ইনচার্জ খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন ‘ প্রথমে আমরা খবর পাই সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামে ডাকাতি হচ্ছে।
খবরপেয়েই আমি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যাই কিন্তু কোন
ঘটনা ঘটেনি দেখতে পাই। পরে খবরপাই পৌর এলাকার ঠেঙ্গামারা
গ্রামে ডাকাত ঢুকেছে। সেখানে পুলিশ গিয়ে এধরনের কোন ঘটনা
পায়নি। পরে সারা উপজেলায় খবর নিয়ে জানতে পারি কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। তবে সাধারন মানুষ যে চরম সতর্ক আছে সেটি প্রতিয়মান হয়েছে। উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের পুলিশের টহল বৃদ্ধি সহ সকল ধরনের প্রস্তুতি রয়েছে।’