
হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ সভাপতি এসএম জুয়েলকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী ।
সোমবার (১০মার্চ) বিকালে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান, সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলার মামলা রয়েছে ।