ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা

গভীররাতে থানায় ঢুকে ওসিকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারলো তরুণ

রাজধানীর পল্লবী থানায় গভীর রাতে এক তরুণের এলোপাতাড়ি কিল-ঘুসিতে ওসিসহ অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানান থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

ওই তরুণের নাম আব্দুর রাজ্জাক ফাহিম জানিয়ে ওসি বলেন, ২২-২৩ বছরের ওই তরুণ আমার রুমে ঢুকে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, খুন হয়েছে, আপনারা কী করছেন বলে জানতে চায়। পরে তাকে বলি, আমরা চেষ্টা করছি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে।

তখন ওই তরুণ ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আপনারা কিছুই করছেন না,খুন হয়েছে জানেন না।

ওসি বলেন,কোথায় খুন হয়েছে,আমি জানি না বলে তার কথার জবাব দেওয়ার পর তরুণটি বলেন, আপনার ডিউটি অফিসার জানে, আর আপনি জানেন না বলে আরো উত্তেজিত হয়ে ওঠেন।

তখন তরুণকে সঙ্গে নিয়ে ডিউটি অফিসারের কক্ষে যাওয়ার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, এ ব্যাপারে ডিউটি অফিসারকে জিজ্ঞাসা করা হলে সেও জানে না বলে জানায়।

ঘটনার বর্ণনায় ওসি বলেন, তখন ডিউটি অফিসারের কক্ষে সেবা নিতে আসা দুই ব্যক্তিকে দেখিয়ে ওই তরুণ বলেন, তারা খুনের কথা জানেন। ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তারাও বিষয়টি জানেন না, বলেন। পরে আমি তরুণটির হাত ধরে বলি, এ ধরনের কথা বলছেন কেন? এরপরই তরুণটি এলোপাতাড়ি ঘুসি মারে আমাকে।

নজরুল বলেন, এ সময় তাকে নিবৃত করতে কয়েকজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তাদেরকেও মারধর করেন ওই তরুণ। তাতে এক কর্মকর্তার আঙুল ভেঙে যায় এবং একজনের মুখ ফুলে ওঠে।

ওই পরিস্থিতিতে তরুণকে হ্যান্ডকাফ পরিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় বলে জানান ওসি।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, আটকের পর ওই তরুণ জানায়, তারা কয়েকজন গাজীপুর থেকে একটি মাইক্রোবাস দিয়ে এই থানা এলাকায় ঘুরতে এসেছে। মাইক্রোবাসসহ তিনজন থানার বাইরে আছে।

পরে পুলিশ থানার বাইরে গিয়ে মাইক্রোবাসে থাকা তিনজনকে থানার ভেতরে নেয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

ফাহিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানিয়ে ওসি বলেন,ফাহিমসহ এসব তরুণদের থানায় রেখে তাদের ব্যাপারে এবং তাদের উদ্দেশ্য কী ছিল- সেসব ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ফাহিমের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুক্ষণ কথা বলে ফোনটি রেখে দেন।

পল্লবী থানার ওসির ধারণা,ফাহিম নামের তরুণটি মানসিক ভারসাম্যহীন অথবা মাদকসেবী।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ