
নোয়াখালীর সোনাইমুড়ী ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মো. নুর হোসেন প্রকাশ শিপন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত শিপন সোনাইমুড়ী দেওটি ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার সকালে সোনাইমুড়ি থানাধীন পতিশ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিএনসির নোয়াখালী কার্যালয়। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,আজ সকালে সোনাইমুড়ি থানাধীন পতিশ গ্রামে শিপনের বাড়ির টিনের বেড়া ও টিনের ছাউনী যুক্ত চার কক্ষ বিশিষ্ট বসতঘর ও দেহ তল্লাশী করে ৩২ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে ও আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানা গেছে,শিপন (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার করে আসছে। আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।
এছাড়া গ্রেফতারকৃত আসামী মো.নুর হোসেন প্রকাশ শিপন এর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১০ (ক) এবং ১৯(ক) ধারা মোতাবেক একটি মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ডিআই/এসকে