
ময়মনসিংহ:: ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান এর নেতৃত্বে ৫৭ টি মোবাইল যার বর্তমান বাজার মূল্য ১৪,৬৮,২৭৯ /- (চৌদ্দ লক্ষ আটষট্টি হাজার দুইশত ঊনআশি) টাকা এবং অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট ১,৪৬,৪৯৫/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঁচানব্বই) টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। সোমবার(১০ মার্চ) ২ এপিবিএন মেঘলা বান্দরবান সাইবার এনালাইসিস শাখার এএসআই পলাশ ও এএসআই কামরুল হাসান এর নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের হাতে তাদের হারানো টাকা ও মোবাইল তুলে দেন ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান। এসময় হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে উচ্ছসিত প্রকৃত মালিকগণ ধন্যবাদ জানিয়েছেন ২ এপিবিএনকে। ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান গণমাধ্যম কে জানিয়েছেন, ২ এপিবিএন সাইবার ক্রাইম সেলের মাধ্যমে কমিউনিটি সার্ভিসের অংশ হিসেবে প্রতি মাসেই হারানো মোবাইল ফোন ও বিকাশ বা অন্যান্য ব্যাংকিং এ যে টাকা গুলো চলে যায় সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেই। কারোর যদি ভুল ক্রমে টাকা চলে যায় বা মোবাইল হারিয়ে যায় তবে আমাদের সাথে ফেসবুক,হোয়াটস অ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যেকোনো জায়গায় হারানো হোক না কেন সংশ্লিষ্ট থানায় জিডি করে আমাদের কাছে আসলে আমাদের সাইবার ক্রাইম ইউনিট তা উদ্ধার করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তারই অংশ হিসেবে আজ ৫৭ টি মোবাইল যার বর্তমান বাজার মূল্য ১৪,৬৮,২৭৯ /- (চৌদ্দ লক্ষ আটষট্টি হাজার দুইশত ঊনআশি) টাকা এবং অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট ১,৪৬,৪৯৫/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঁচানব্বই) টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। তিনি আরো বলেন,আমাদের সাইবার ক্রাইম ইউনিট আপনাদের যেকোনো প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতে সেবা দিয়ে যাবে। যারা ময়মনসিংহের আশেপাশে রয়েছেন তারা ময়মনসিংহ এবং মুক্তাগাছা সাইবার এনালাইসিস শাখায় যোগাযোগ করলেও সমাধানের চেষ্টা করা হবে। আপনাদের যেকোনো সাইবার সমস্যা ফেসবুক আইডি হ্যাক,ইমু আইডি হ্যাক বা যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের ব্যবস্থা করবো।