
নওগাঁর আত্রাইয়ের ১নং সাহাগোলা ইউনিয়নে জামায়াতে ইসলামির আয়োজনে সোমবার (১০ মার্চ) বিকেলে ভবানীপুর ধান পট্টি চত্বরে এক সভা ও সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি মোঃ মানিক উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারী মোঃ মহসীন আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী,নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে জামায়াতে ইসলামির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন,”ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন,”আমরা চাই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ,যেখানে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং ইসলামী আদর্শের আলোকে জীবনযাপন করা সম্ভব হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি আত্রাই উপজেলা শাখার নব-নির্বাচিত আমীর মোঃ আসাদুল্লাহ আল গালিব,নায়েবে আমীর মোঃ ওসমান গণি,সেক্রেটারী মোঃ তোজাম্মেল হক, স্থানীয় নেতৃবৃন্দ,সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।