রাজশাহীর তানোরে বে-সরকারী সংস্থা রোলফাও'র উদ্যোগে জাতীয সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায়, পারিবারিক কৃষি, ভূমিস্বত্ব ও সরকারী পরিসেবা প্রাপ্তি বিষয়ক আঞ্চলিক পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।
উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম হোসেনের সভাপতিত্বে ও রোলফাও'র সমন্নয়কারী ইয়াসিন পিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বজলুর রশিদ, প্রানী সম্পাদ কর্মকর্তা সুমন মিয়া, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রোলফাও'র সুপার ভাইজার শম্ভুনাথ, উন্নয়ন কর্মি আব্দুর রহমানসহ শিক্ষক, এনজিও প্রতিনিধি বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন এলাকার আদিবাসী জনগোষ্ঠীর নারী পুরুষরা সেমিনারে অংশগ্রহণ করেন।