
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বিকালে পটুয়াখালী কোর্ট চত্ত্বর সংলগ্ন মডেল মসজিদ এর সামনে থেকে পটুয়াখালী জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দদের আয়োজনে
আপামর জনসাধারণের এপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল টি শুরু হয়। পরে পটুয়াখালী শহরের নানা সড়ক সমূহ প্রদক্ষিণ করে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে উক্ত বিক্ষোভ মিছিল টি শেষ হয়।