পঞ্চগড় সদর উপজেলায় নারী দেহ ব্যাবসায়ীসহ তিনজনকে শাস্তি প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের বোর্ড বাজারে নিজ বাড়িতে জনগণের হাতে আটক করে বোর্ড বাজার এলাকার মৃত ফয়জুলের ছেলে মোঃ এনামুল হক(৪০), হাড়িভাষা ইউনিয়নের মৃত জহর আলীর ছেলে মোঃ হেকমত আলী হেক্কু ওরফে জুয়েল (৫৫) ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকার আবু তালেব এর মেয়ে মোছাঃ তিন্নি আক্তার (২২) প্রত্যেকে একমাসের কারাদণ্ড ও এনামুলকে ১ হাজার টাকা এবং অপর দুইজনকে ১ শত টাকা করে জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলার চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোহন মিনজি।
এর আগে স্থানীয় জনগণ নারী সহ হাতে নাতে ধরে তাকে পুলিশের হস্তান্তর করে। স্থানীয়রা জানান, সে দীর্ঘদিন ধরে নারীদেহ ব্যাবসার সাথে জড়িত। আমরা তাকে বাঁধা দিলে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। স্থানীয় ইউপি সদস্য নাজির উদ্দিন বলেন, তাকে এর আগেও পুলিশের হাতে দেওয়া হয়েছিল পরে স্থানীয় লোকদের সে বিভিন্নভাবে হয়রানি করেন।
এবিষয়ে চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন,স্থানীয় জনগণ অসামাজিক কার্যকলাপের সময় তাদেরকে হাতে নাতে ধরে প্রশাসনে খবর দিলে আমরা সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১মাস কারাদণ্ডাদেশ ও এনামুলকে ১০০০ (এক হাজার) টাকা অপর দুইজনকে ১০০( একশত) জরিমানা করা হয়েছে।