
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ৭০টি পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিরামপুর উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে গরু বিতরণ অনুষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনিম আওন, প্রাণি সম্পদ অফিসার ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়, মৎস্য অফিসার সালমা আকতার সুমি, যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মÐল, সাংবাদিক মোরশেদ মানিক প্রমূখ।