
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী সরকারী কলেজ শাখার উদ্যোগে সোমবার সবেলা ১১টায় আমতলী সরকারী কলেজের সামনের সড়কে দেশ ব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংস নিপীড়ন, ধর্ষন. অনলাইনে হেনেস্তা এবং আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক অবনতি বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আমতলী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ইমনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. রাহাতের সঞ্চনালয়ে ঘন্টাখানিক এমানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শোয়েব ইসলাম হেলাল। প্রধানবক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান।মানববন্দনে আরো বক্তব্য রাখেন, সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজিব মৃধা, সহসভাপতি মোসাঃমিম, ছাত্রদল নেতা মুশফিকুর রহিম হীরা প্রমুখ। আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান তার বক্ত্যেবে সারাদেশের নারীদের নিরাপত্তা দেওয়ার দাবী জানান। এ সময় তিনি আরো বলেন, আমতলীতে যত অপকর্ম হচ্ছে তা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।