
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি;
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মিরসরাই পৌরসদরে দুটি হোটেলের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৯ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মদিনা হোটেলে এন্ড রেস্টুরেন্টের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া মূল্য তালিকা হালনাগাদ না থাকার অপরাধে দুটি মুদি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, রোজার প্রথমদিন থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় বাজারগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চলছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।