
নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা: গত ১০ মার্চ ২০২৫ রোজ সোমবার দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহড়ার শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, খুলনা এর উপপরিচালক জনাব মোঃ ইউসুপ আলী।মহড়া শেষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব শিহাব করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জনাব মোঃ আবু বকর জামান সহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।