
উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহিববুর রহমান। বুধবার দুপুর ২টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন সিআইপি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, উপ-মহাদেশের প্রখ্যাত চিকিৎসক মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। মনোনয়ন পত্র দাখিলের সময় অনেকটা উচ্ছাসিত ছিলো নেতাকর্মীরা। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।