ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক
খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত ডিআইজি মো.রেজাউল হক পিপিএম
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

পোষা হউক অথবা বাইরের, কুকুর-বিড়ালের কামড় বা আঁচড় লাগলেই জলাতঙ্ক রোধে ভ্যাকসিন নেওয়া জরুরী হয়ে পড়ে। এভাবে নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতালে ছুঠে আসেন সেবা গ্রহিতারা। কিন্তু এসেই ওদের মাথায় আসমান ভেঙ্গে পড়ে। হাসপাতালে জলাতঙ্কের টিকার সরবরাহ নেই। চিকিৎসকরা জানান, হাসপাতালে টিকার সরবরাহ নেই। বাইরে থেকে কিনতে হবে। প্রতিদিন পোষা কুকুর, বিড়াল, ইঁদুরসহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সবাইকে একই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বলে জানা গেছে।
জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলছেন, গত প্রায় এক মাস ধরে টিকার সংকট চলছে। ফলে বাধ্য হয়ে রোগীদের বাড়তি দামে বাইরে থেকে টিকা নিতে হচ্ছে। জানা গেছে, চট্টগ্রামে সরকারিভাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে রোগীদের বিনামূল্যে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়। কোনো প্রাণী কামড়ালে মোট তিনটি টিকা নিতে হয়। কামড়ানোর প্রথম দিন একটি, তৃতীয় দিন দ্বিতীয়টি এবং কামড়ানোর সপ্তম দিনে তৃতীয়টি। এছাড়া আক্রান্ত রোগীদের মধ্যে ক্যাটাগরি-৩ এবং তীব্র ক্যাটাগরি-২ এর অনেক রোগীকে জলাতঙ্ক রোগ প্রতিরোধক ইমিউনোগ্লোবুলিন নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বর্তমানে বাইরে থেকে রোগীদের প্রতিটি টিকা কিনতে হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। এছাড়া ইমিউনোগ্লোবুলিন কিনতে হচ্ছে ৭০০ টাকায়। আর্থিক সচ্ছল রোগীদের বাইরে থেকে টিকা কিনতে সমস্যা না হলেও দরিদ্র রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মান্নান বলেন, প্রায় এক মাস ধরে র‌্যাবিস ভ্যাকসিনের (জলাতঙ্কের টিকা) সরবরাহ নেই। আমাদের হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০–৭০ জন রোগী টিকা নিতে আসেন। হাসপাতালে টিকার সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে টিকা কিনে দিতে হচ্ছে। আমরা ইতোমধ্যে ৫ হাজার টিকা এবং ২ হাজার ইমিউনোগ্লোবুলিনের চাহিদা দিয়েছি। তবে চাহিদা দিলেও সব সময় চাহিদা অনুপাতে টিকা পাই না। টিকার বিষয়ে খোঁজ নিয়েছি। হয়ত এ সপ্তাহে কিছু পাব।

এ দিকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, আমাদের হাসপাতালে টিকার ঘাটতি নেই। রোগীদের আমরা বিনামূল্যে টিকা দিচ্ছি।

শেয়ার করুনঃ