
১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি ফুলেল ভালবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার বিকালে মোটরসাইকেলের বিশাল শোডাউন সহকারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও নান্দাইলের আওয়ামী জনতা তাঁকে (আব্দুস সালাম’কে) সাদরে গ্রহন করেন।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে
দলীয় নেতা কর্মীরা পার্শ্ববর্তী উপজেলা ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে নৌকার প্রার্থীকে রিসিভ করে উপজেলা দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।উপজেলার পৌরসভা ও ১৩ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও আওয়ামী জনতা নৌকার মনোনীত প্রার্থী আব্দুস সালামকে স্বাগত জানাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার নৌকা, সালাম ভাইয়ের নৌকা, শ্লোগান দেওয়ার পাশাপাশি ফুলেল সংবর্ধনা দেয়। এসময় নৌকার মনোনীত প্রার্থী মেজর জেনারেল অব: আব্দুস সালাম বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী হিসাবে মনোনীত করেছেন ঠিকেই, তবে এ নৌকা শুধু আমার
নয়, নৌকা আপনাদের, সকলের। এখন নৌকার বিজয় সুনিশ্চিত করার দায়িত্বও আপনাদের।তাই প্রত্যেক নেতাকর্মীদেরকে ধীর সুস্থে নৌকার প্রচার কার্যক্রমে
চালিয়ে যেতে হবে।