
পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলার শিকার দৈনিক লাখোকণ্ঠ’র পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান। জানা গেছে,এই হামলার ঘটনায় পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (নং- ২১/২০২৫) গত ৯ মার্চ, ২০২৫ তারিখে গ্রহণ করা হয়। উক্ত মামলার বরাদে আরও জানা গেছে, ৩ মার্চ, সোমবার, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি জানতে পারেন যে, গলাচিপায় কিছু সন্ত্রাসী তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে।এ বিষয়টি অনুসন্ধানের জন্য তিনি মোটরসাইকেলে করে গলাচিপা পৌর শহরে প্রবেশ করেন। পরে তিনি গলাচিপা শহর সংলগ্ন ফেরিঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় চাঁদাবাজ চক্রের নেতা সোহাগ রহমানের নেতৃত্বে ২০-৩০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে ঘিরে ধরে এবং গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে তারা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি তাদের কে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে ফেরিঘাট সংলগ্ন বালুর মাঠে টেনে হিচড়ে নিয়ে গিয়ে মারধর করে। তার উপর হামলার সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা মূল্যবান১ টি সনি হ্যান্ডিক্যাম ক্যামেরা, সেলফি স্ট্যান্ড ও ওয়্যারলেস মাইক্রোফোন বুম, ব্যাগের মধ্যে রাখা নগদ টাকা হাতিয়ে নেয়।এছাড়া ও হামলাকারীরা ঘটনাটির ভিডিও ধারণ করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়।
সাংবাদিক মেহেদী হাসান এই বর্বর হামলার পর দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকেন তার পরিবার ও সহকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।