এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ " দুর্যোগের পূর্বাাভাস প্রস্তুতি, বাচাাঁয় প্রাান ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১০মার্চ সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে অগ্নিকাণ্ড মোকাবেলা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বদরুদ্দোজা,
প্রকল্প বাস্তবায়ন অফিস এর সহকারী প্রকৌশলী শুভঙ্কর বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবীর, এসময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, মোরেলগঞ্জ সদর সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানিল ঋতু, উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এর দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মো. জাহাঙ্গীর আলম,রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি আব্দুল্লাহ আল নুর প্রমুখ। এসময় অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, বিভিন্ন এনজিও প্রতিনিধি ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা,কর্মচারীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদ কর্মী ও৷ স্হানীয় সুধীজন উপস্থিত ছিলেন ।