
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুর্ধর্ষ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছালামত উল্লাহ ওরফে কালু গুন্ডা (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি চেকপোস্ট গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতার ও অভিযুক্তের পরিচয় আটককৃত কালু গুন্ডা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছাবের আহাম্মদের পুত্র। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,”আটককৃত ব্যক্তি এলাকাতে দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ এখনো তদন্ত করছে, সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হবে।থানা সূত্রে জানা যায়, কালু গুন্ডার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, ১০ মার্চ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
্